[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

হজযাত্রীদের জন্য “লাব্বাইক” অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২৫, ২২:১৫

ছবিঃসংগ্রহীত

হজযাত্রীদের সেবা সহজীকরণের লক্ষ্যে নির্মিত মোবাইল অ্যাপ "লাব্বাইক" উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

হজযাত্রীদের জন্য “লাব্বাইক” অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্ট


হজযাত্রীদের সেবা সহজীকরণের লক্ষ্যে নির্মিত মোবাইল অ্যাপ "লাব্বাইক" উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৮ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এক অনুষ্ঠানে এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, "হজযাত্রীরা যাতে নির্বিঘ্নে ধর্ম-কর্ম পালন করতে পারে, সেই উদ্দেশ্যে এই অ্যাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।" তিনি জানান, ধর্মীয় কার্যক্রম পালনের পাশাপাশি স্বাস্থ্যসেবা ও অন্যান্য সহায়ক ফিচার থাকায় “লাব্বাইক” অ্যাপ হজযাত্রীদের একাগ্রচিত্তে হজ পালনে সহায়ক হবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, চলতি বছর হজযাত্রীরা এই অ্যাপ ব্যবহার করতে পারলেও আগামী বছর থেকে হজের পরিকল্পনার শুরু থেকেই এই অ্যাপ ব্যবহারের সুযোগ নিশ্চিত করা হবে। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগকে প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন তিনি।

তিনি জানান, হজ ব্যবস্থাপনায় উন্নত দেশগুলোর অভিজ্ঞতা গ্রহণের পাশাপাশি যেসব দেশে এখনো এ ধরনের অ্যাপ নেই, সেসব দেশে "লাব্বাইক"-এর কারিগরি সহায়তা বিনামূল্যে প্রদানের উদ্যোগ নেওয়া হবে। ভবিষ্যতে অ্যাপটি আরও সহজ এবং ত্রুটিমুক্ত করার পরামর্শও দেন প্রধান উপদেষ্টা।

অ্যাপের মাধ্যমে হজযাত্রীদের ধর্মীয় কার্যক্রম পালন আরও সহজ হবে এবং সৌদি আরবে অবস্থানকালীন চলাচলও দুশ্চিন্তামুক্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে অ্যাপ তৈরিতে জড়িত সবাইকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। এছাড়াও একই অনুষ্ঠানে হজ প্রিপেইড কার্ড এবং হজ রোমিং প্যাকেজ সুবিধার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারওয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

আলোকিত গৌড়/এফ.এ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর