[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

বাংলাদেশিদের জন্য আবারও সহজ হচ্ছে ইউএই ভিসা প্রক্রিয়া

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মে ২০২৫, ১৮:১৩

সংগৃহিত ছবি

বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের মধ্যে কূটনৈতিক সম্পর্কের জোরালো অগ্রগতির ফলস্বরূপ বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা ইস্যু কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে।

রবিবার (৪ মে) ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী আলহামৌদির সাথে প্রধান উপদেষ্টা ও বিশেষ দূত লুৎফে সিদ্দিকির বৈঠকে এই অগ্রগতির বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে রাষ্ট্রদূত সিদ্দিকির সাম্প্রতিক সপ্তাহে ইউএই সরকারের সঙ্গে তার সক্রিয় যোগাযোগ এবং একাধিক মন্ত্রীস্তরের সফরের প্রশংসা করেন। এসব সফরে ভিসা সুবিধা ও বিনিয়োগ সহযোগিতাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।

রাষ্ট্রদূত আলহামৌদি জানান, ঢাকাস্থ ইউএই দূতাবাস বর্তমানে প্রতিদিন ৩০ থেকে ৫০টি ভিজিট ভিসা ইস্যু করছে। পাশাপাশি ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য বাল্ক ভিসা প্রক্রিয়াকরণ দ্রুততর করা হয়েছে, যা দুই দেশের মধ্যে বাণিজ্য ও জনসম্পর্ক আরও জোরদার করছে।

একটি বড় অগ্রগতির অংশ হিসেবে ইউএই'র মানবসম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইন ভিসা সিস্টেম পুনরায় চালু করেছে। এর মাধ্যমে ইতোমধ্যে মার্কেটিং ম্যানেজার, হোটেল কর্মী এবং নিরাপত্তা রক্ষীদের জন্য কয়েকশো ভিসা ইস্যু হয়েছে।

বিশেষভাবে, ৫০০ নিরাপত্তা রক্ষীর ভিসা ইতোমধ্যে অনুমোদিত হয়েছে এবং আরও ১,০০০ অনুমোদনের অপেক্ষায় আছে।

রাষ্ট্রদূত জানান, মানবিক বিবেচনার ভিত্তিতে যেসব ভিসা আবেদন করা হয়েছে, সেগুলোর ক্ষেত্রেও নমনীয়তা অব্যাহত থাকবে। বিশেষ দূত সিদ্দিকি এই উন্নয়নকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূতকে তার সহানুভূতিশীল অবস্থানের জন্য ধন্যবাদ জানান।

এছাড়া, তিনি কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) নিয়ে আলোচনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এর রেফারেন্স টার্মস ইতোমধ্যেই দুই দেশ চূড়ান্ত করেছে।
উল্লেখ্য, এই মাসের শেষের দিকে ইউএই থেকে একটি উচ্চ পর্যায়ের ক্যাবিনেট প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে, যা দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরও বেগবান করবে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর