[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

সোমবার প্রধান উপদেষ্টার কাছে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রতিবেদন জমা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৪ মে ২০২৫, ২১:৫২

ফাইল ছবি

স্বাস্থ্য খাতের উন্নয়নে গঠিত স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন আগামীকাল সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে।

রোববার (৪ মে) প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার বেলা ১১টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে কমিশনের প্রতিবেদন পেশ করা হবে।

প্রতিবেদন জমা দেওয়ার পরদিনই, সোমবার সকাল ১১টা ৪৫ মিনিটে রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে কমিশনের সদস্যরা উপস্থিত থেকে প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৭ নভেম্বর জাতীয় অধ্যাপক এবং বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খানকে প্রধান করে ১২ সদস্যের স্বাস্থ্যবিষয়ক সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনে দেশের খ্যাতনামা চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, সাবেক আমলা এবং একজন ছাত্র প্রতিনিধি রয়েছেন।

কমিশনের লক্ষ্য ছিল দেশের স্বাস্থ্য খাতের বর্তমান চ্যালেঞ্জ, দুর্বলতা ও ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি বাস্তবভিত্তিক ও টেকসই রোডম্যাপ প্রণয়ন করা।

স্বাস্থ্যখাতের দীর্ঘমেয়াদী উন্নয়ন ও সুশাসনের দিক নির্দেশনায় কমিশনের এই প্রতিবেদনকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সংশ্লিষ্ট মহল।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর