[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ১০ দিনের ঈদের ছুটি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৭ মে ২০২৫, ১৪:২৯

সংগৃহিত ছবি

অন্তর্বর্তী সরকার এবার ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটির ঘোষণা দিয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। শুধু সরকারি অফিস নয়, বেসরকারি প্রতিষ্ঠানও এই ছুটির অন্তর্ভুক্ত। ফলে বেসরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীরাও দীর্ঘ এই ছুটি উপভোগ করতে পারবেন।

বুধবার (০৭ মে) প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঈদুল আজহা উপলক্ষে ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ঈদের আগে দুটি শনিবার ১৭ মে ও ২৪ মে অফিস খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, ঈদের ছুটিতে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে ১৭ মে ও ২৪ মে সাপ্তাহিক ছুটির দিনে সব অফিস খোলা রাখতে হবে।

এই ব্যবস্থা নেওয়া হয়েছে ঈদযাত্রায় জনগণের সুবিধা ও দাপ্তরিক কাজের ধারাবাহিকতা রক্ষার জন্য এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর