[email protected] বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬
১৮ পৌষ ১৪৩২

নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ: আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৮ মে ২০২৫, ২৩:২৮

সংগৃহিত ছবি

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে। তিনি জানান, এই প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং সপ্তাহ খানেক আগে থেকেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, "গণহত্যাকারী আওয়ামী লীগ এবং তার সহযোগী সংগঠনগুলোর নিষিদ্ধ এবং রাজনৈতিকভাবে নিশ্চিহ্নকরণ নিশ্চিত করাই জুলাই গণ-অভ্যুত্থানের অঙ্গীকার।"

তিনি আরও বলেন, সরকারের শোষণ এবং গণতন্ত্রবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জনগণের আন্দোলন এবং গণ-অভ্যুত্থান অব্যাহত থাকবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর