প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের তারিখ নিয়ে এখনই কিছু বলার সময় নয়। সবকিছু সময়মতো জানানো হবে। মঙ্গলবার (৮ জুলাই) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি) আয়োজিত ‘ফল উৎসব’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, “ইলেকশনের তারিখ নিয়ে আর কথা বলবো না। সকালে একবার বলেছি—ইলেকশনের তারিখ তো আমি নিজেও জানি না। তবে দুই মাস আগেই জানিয়ে দেবো, সব ডিটেইলসসহ। কোন দিন ভোট হবে, কোন দিন নমিনেশন জমা হবে, সবকিছু আপনারা সময়মতো জানতে পারবেন। তাই একটু ধৈর্য ধরুন।”
তিনি বলেন, “আমাদের প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি বিগত নির্বাচনে ক্ষুণ্ন হয়েছে। বিশেষ করে পুলিশের ভাবমূর্তি সিরিয়াসলি এফেক্টেড হয়েছে। সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্য আসন্ন নির্বাচন একটি বড় সুযোগ।”
নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানিয়ে সিইসি বলেন, “আমি করজোরে অনুরোধ করবো—আপনারা মানুষের শ্রদ্ধা অর্জনের চেষ্টা করুন। ভাবমূর্তি যেটা নষ্ট হয়েছে, তা থেকে আমরা যেন উঠে আসতে পারি। প্রমাণ করুন, আমরা পারি। সরকারি কর্মচারীরাও পারে, আইনশৃঙ্খলা বাহিনীও পারে—যদি আন্তরিকতা থাকে।”
তিনি আরও বলেন, “আমরা প্রমাণ করতে চাই—১৯৯১, ১৯৯৬, ২০০১ সালের মতো একটি গ্রহণযোগ্য, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচন এবারও আয়োজন করা সম্ভব। আমাদের সেই সক্ষমতা আছে, ইচ্ছাও আছে।”
সিইসি বলেন, “একটি গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন উপহার দেওয়ার লক্ষ্যে কমিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছে। আমরা চাই জনগণ যেন এ নির্বাচনকে বিশ্বাস করে। সাংবাদিকদের সহযোদ্ধা করে সচেতনতামূলক প্রচারণা চালানোর পরিকল্পনাও আমাদের রয়েছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরএফইডির সভাপতি কাজী জেবেল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: