[email protected] বৃহঃস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

নির্বাচন কমিশনের সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৯ জুলাই ২০২৫, ১৮:৪৫

জাতীয় ঐকমত্য কমিশন (ফাইল ছবি)

নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি ও মতবিনিময়কে কেন্দ্র করে নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা ৭টায় জাতীয় ঐকমত্য কমিশনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশের মধ্যে আশু করণীয় বিষয়গুলো বাস্তবায়নের অগ্রগতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দিক নিয়ে উভয় পক্ষ আলোচনা করেন।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এম. এম. নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

বৈঠকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। উভয় পক্ষই আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর