[email protected] সোমবার, ১৪ জুলাই ২০২৫
৩০ আষাঢ় ১৪৩২

সেনাবাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়লো

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ জুলাই ২০২৫, ১৩:৫৯

ফাইল ছবি

বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব পদমর্যাদার কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বাড়িয়েছে সরকার।

রোববার (১৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ১৩ মে থেকে এই কর্মকর্তাদের দুই মাসের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রদান করা হয়, যার মেয়াদ শেষ হচ্ছে আজ। নতুন প্রজ্ঞাপনের মাধ্যমে এই মেয়াদ আরও দুই মাস বাড়ানো হলো।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার আওতায় সেনা কর্মকর্তারা মোবাইল কোর্ট পরিচালনা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জরুরি প্রয়োজনে বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ নিতে পারবেন।

সরকারি সূত্র জানায়, জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর