রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ (মিটফোর্ড হাসপাতাল) ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার প্রতিবাদে ‘শাটডাউন’ ঘোষণা করেছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা এ ঘোষণা দেন।
শিক্ষার্থীরা জানান, হাসপাতাল ও আশপাশের এলাকায় নিরাপত্তাহীনতা চরমে উঠেছে। এর আগে প্রশাসনকে বারবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত সব ধরনের ক্লাস ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান তারা।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, বহিরাগতদের দৌরাত্ম্য, ফুটপাতে অবৈধ দোকানপাট এবং হাসপাতাল এলাকায় নিরাপত্তা বাহিনীর অনুপস্থিতির কারণে চিকিৎসা ও শিক্ষার পরিবেশ দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। তারা দাবি জানান, হাসপাতাল এলাকায় বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ, ফুটপাত থেকে দোকানপাট সরানো এবং আনসার সদস্যদের আরও সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে।
এদিকে একই দাবিতে আজ এক দিনের কর্মবিরতি পালন করছেন মিটফোর্ডের ইন্টার্ন চিকিৎসকরা। কর্মবিরতির কারণে জরুরি বিভাগ ছাড়া অন্যান্য সেবায় বিঘ্ন ঘটেছে বলে জানা গেছে।
গত ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেইটের সামনে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে দেয়। এরপর থেকেই শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে ক্ষোভ দানা বাঁধে, যার পরিণতিতে আজকের এই শাটডাউন কর্মসূচি ঘোষণা করা হয়।
শিক্ষার্থীরা জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নিরাপত্তা নিশ্চিত না করা হলে তারা আন্দোলন আরও তীব্র করবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: