তিন দিনের সরকারি সফর শেষে মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১৩ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটে তাঁকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সফরসূচি অনুযায়ী, গত সোমবার (১১ আগস্ট) রাতে মালয়েশিয়ায় পৌঁছান ড. ইউনূস। সফরের দ্বিতীয় দিন তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে ৫টি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর এবং ৩টি নোট বিনিময় হয়, যা দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
এছাড়া, ড. ইউনূস একটি ব্যবসায়িক ফোরামে অংশ নেন এবং মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন।
সফরের উল্লেখযোগ্য অংশ ছিল মালয়েশিয়ার অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (UKM) কর্তৃক তাকে দেওয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। সামাজিক ব্যবসায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে এই ডিগ্রি প্রদান করা হয়। বুধবার (১৩ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের আয়োজিত বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে চ্যান্সেলর তুয়াঙ্কু মুহরিজ ইবনে আলমারহুম তুয়ানকু মুনাওইর ড. ইউনূসের হাতে এই সম্মাননা তুলে দেন।
এই সফরকে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি অর্থনৈতিক ও মানবিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: