[email protected] শুক্রবার, ১৫ আগস্ট ২০২৫
৩০ শ্রাবণ ১৪৩২

১৫ আগস্ট শোক দিবস পালনের দায়িত্ব থেকে অব্যাহতি পেল মন্ত্রিপরিষদ বিভাগ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫, ২৩:৪০

ফাইল ছবি

১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন সংক্রান্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগকে। এ বিষয়ে রুলস অব বিজনেস সংশোধন করে বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে একটি প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ, যা একই সঙ্গে গেজেট আকারে প্রকাশিত হয়েছে।

রুলস অব বিজনেসের ‘অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্ট মিনিস্ট্রিজ অ্যান্ড ডিভিশনস’-এর অধীনে “CABINET DIVISION” শিরোনামের Item No. 9A-তে যে দায়িত্ব ছিল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন—সেই এন্ট্রি এখন বিলুপ্ত করা হয়েছে।

গেজেটে বলা হয়, সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ১৯৯৬ সালের রুলস অব বিজনেসের সংশোধনী অনুমোদন করেছেন। ফলে এই দিবস পালনের দায়িত্ব আর মন্ত্রিপরিষদ বিভাগের আওতায় থাকছে না।

এর আগে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার প্রতি বছর ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গের হত্যাকাণ্ডের দিনটিকে জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল। দিনটি ছিল সরকারি ছুটি এবং ‘ক’ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে দেশের সব সরকারি ও বেসরকারি পর্যায়ে উদযাপন হতো।

উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার একটি আদেশে ১৫ আগস্টের শোক দিবস পালন এবং ওই দিনের সাধারণ ছুটি বাতিল করে। এরপর এবার সেটি আনুষ্ঠানিকভাবে রুলস অব বিজনেস থেকে অপসারণ করা হলো।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর