[email protected] শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
৪ আশ্বিন ১৪৩২

বিশ্ব বাঁশ দিবস আজ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৭

ফাইল ছবি

আজ (১৮ সেপ্টেম্বর) বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে বিশ্ব বাঁশ দিবস। প্রতি বছর এ দিনে বাঁশের গুরুত্ব, ব্যবহার এবং শিল্পে এর সম্ভাবনা সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

এবারের দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নেক্সট জেনারেশন ব্যাম্বো: সলিউশন, ইনোভেশন অ্যান্ড ডিজাইন’। এর মাধ্যমে নতুন প্রজন্মকে বাঁশের সৃজনশীল ব্যবহার ও উদ্ভাবনের দিকে উৎসাহিত করার বার্তা দেওয়া হচ্ছে।

বাঁশের বহুমুখী ব্যবহার: প্রচলিত ধারণার বাইরে গিয়ে বাঁশ আজ আসবাবপত্র, গৃহস্থালি সামগ্রী, খাদ্যদ্রব্যসহ নানা পণ্যে ব্যবহৃত হচ্ছে। একই সঙ্গে বাঁশভিত্তিক শিল্প এখন কোটি টাকার ব্যবসার সুযোগ তৈরি করেছে।

বিশ্ব বাঁশ শিল্পকে সমর্থন করতে ২০০৫ সালে গঠিত হয় বিশ্ব বাঁশ সংস্থা। পরবর্তীতে ২০০৯ সালের ১৮ সেপ্টেম্বর ব্যাংককে অনুষ্ঠিত অষ্টম বিশ্ব বাঁশ কংগ্রেসে দিনটিকে আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাঁশ দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ওই কংগ্রেসে প্রায় ১০০ দেশের প্রতিনিধি অংশ নেন এবং প্রস্তাবটি গৃহীত হয় সংস্থার সভাপতি কামেশ সালামের নেতৃত্বে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO)-এর তথ্যমতে, বিশ্বের সবচেয়ে বেশি বাঁশ প্রজাতি রয়েছে চীনে (৫০০ প্রজাতি)। এরপর ব্রাজিলে ২৩২ প্রজাতি এবং বাংলাদেশ রয়েছে ৩৩ প্রজাতি নিয়ে অষ্টম স্থানে।

বিশ্ব বাঁশ দিবসের মূল উদ্দেশ্য হলো মানুষকে এই বহুমুখী উদ্ভিদ সম্পর্কে জানানো এবং এর টেকসই ও সৃজনশীল ব্যবহারের গুরুত্ব তুলে ধরা।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর