[email protected] রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
৬ আশ্বিন ১৪৩২

বুধবার থেকে পূজা মণ্ডপের নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪৪

ফাইল ছবি

দুর্গাপূজার নিরাপত্তায় প্রতিটি মণ্ডপে সাতজন করে গার্ড রাখার নির্দেশ দিয়েছে সরকার। আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন না হওয়া পর্যন্ত এসব গার্ডই নিরাপত্তার দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী বুধবার (২৪ সেপ্টেম্বর) থেকে সারাদেশের পূজা মণ্ডপগুলোতে পুলিশ, র‍্যাব ও আনসার সদস্য মোতায়েন করা হবে। এ বছর পূজায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। কোনো ধরনের ঝুঁকি নেই, তবে সতর্কতা হিসেবে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সীমান্তবর্তী দেশগুলো থেকে মাদক প্রবেশ করছে, আর বাংলাদেশ থেকে চাল ও সার বাইরে যাচ্ছে। আরাকান আর্মি মাদকের ওপর নির্ভরশীল। তবে আগের তুলনায় এখন বেশি মাদক আটক হচ্ছে এবং সরকার মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে।

এ সময় আলুর দাম নিয়েও কথা বলেন তিনি। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, কৃষকরা আলুর ন্যায্য দাম পাচ্ছে না। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামী বছর আলু চাষে কৃষকদের অনীহা দেখা দিতে পারে, যা ভবিষ্যতে আলুর দাম বৃদ্ধির আশঙ্কা তৈরি করবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর