[email protected] বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
৯ আশ্বিন ১৪৩২

প্রবাসী ভোটাধিকার নিশ্চিতকরণে কাজ করছে নির্বাচন কমিশন: ইসি সানাউল্লাহ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৪৩

ফাইল ছবি

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার সুযোগ এখন সামনে এসেছে। প্রবাসীদের দাবি পূরণে নির্বাচন কমিশন ইতোমধ্যেই কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আউট অব কান্ট্রি ভোটিং সংক্রান্ত মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি।

ইসি সানাউল্লাহ বলেন, “গত ৩৬ জুলাই আমাদের জন্য যেসব সম্ভাবনা তৈরি করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে ভোটাধিকার। আগে দেশে ভোট নিয়েই কথা বলা যেত না, প্রবাসী ভোট তো দূরের কথা। কিন্তু এখন প্রবাসীদের দাবি পূরণের বাস্তব সুযোগ তৈরি হয়েছে।”

তিনি জানান, প্রবাসীদের অবদানেই বাংলাদেশ অর্থনৈতিক ও কূটনৈতিকভাবে বিশ্বের বুকে শক্ত অবস্থান তৈরি করেছে। তাই তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করা হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, ২০২৪ সালের ১৬ ডিসেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা প্রবাসী ভোটের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর থেকেই কমিশন এ বিষয়ে কাজ শুরু করে।

তিনি জানান, প্রবাসী ভোট চালু করা সহজ নয়। বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা, গবেষণা প্রতিষ্ঠান ও বাংলাদেশের ৪৪টি মিশন অফিসের মতামত পর্যালোচনা করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়সহ গবেষণা প্রতিষ্ঠানগুলোকে সম্পৃক্ত করা হয়েছে।

সানাউল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করা হয়েছে। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রস্তাবনা অনুযায়ী দুটি পদ্ধতি সামনে আসে—আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট এবং অনলাইন ভোটিং। এর মধ্যে থেকে পোস্টাল ভোটিং পদ্ধতিকে নির্বাচন কমিশন বেছে নিয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর