[email protected] বৃহঃস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
১০ আশ্বিন ১৪৩২

শাপলা প্রতীক চেয়ে এনসিপির চিঠি পেয়েছে নির্বাচন কমিশন: সিইসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৫

ফাইল ছবি

নির্বাচন কমিশনের ঘোষিত প্রতীকের তালিকা গেজেট আকারে প্রকাশের পর শাপলা প্রতীক চেয়ে চিঠি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (এনসিপি)। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বলেছেন, “তারা চিঠি দিতে পারেন। এটা তাদের আইনি অধিকার।”

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সিইসি নাসির উদ্দীন বলেন, শাপলা প্রতীকের প্রথম আবেদনকারী ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। প্রতীক ও নির্বাচনী প্রস্তুতির বিষয়ে রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের ক্ষেত্রে অতিরিক্ত কিছু তথ্য সংগ্রহ করতে হচ্ছে। এজন্য দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

এছাড়া জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কি না—সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়নি কমিশন বলে জানান সিইসি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে কমিশনে যেতে হবে। নিবন্ধনের সনদের সময় বাড়ানো হয়েছে, তাই জাতীয় পার্টির সঙ্গে সংলাপ কিছুটা পরে হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর