[email protected] সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
১৪ আশ্বিন ১৪৩২

এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে নতুন নিয়ম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:২৫

ফাইল ছবি

বেসরকারি এমপিওভুক্ত স্কুল-কলেজে কর্মচারী নিয়োগে আর কোনো কর্তৃত্ব থাকছে না পরিচালনা পর্ষদ বা ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডির। নতুন নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নেতৃত্বে নিয়োগ সুপারিশ কমিটি গঠন করা হবে। রবিবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। এতে সই করেন বিভাগের সচিব রেহানা পারভীন।

এর আগে শিক্ষক ছাড়া অন্যান্য কর্মচারী নিয়োগে কমিটি গঠিত হতো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতির নেতৃত্বে।

শিক্ষা মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, “এখন থেকে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটির কোনো ভূমিকা থাকবে না। স্বচ্ছতা নিশ্চিত করতেই এ বিধান করা হয়েছে।”

নতুন নিয়োগ সুপারিশ কমিটির কাঠামো:

সভাপতি: জেলা প্রশাসক

সদস্য: সংশ্লিষ্ট জেলার সবচেয়ে পুরোনো সরকারি কলেজের অধ্যক্ষ (বা প্রতিনিধি), শিক্ষা বোর্ডের প্রতিনিধি (পরিদর্শকের নিচে নয়), যুব উন্নয়ন অধিদফতরের উপপরিচালক বা সহকারী পরিচালক

সদস্যসচিব: জেলা শিক্ষা কর্মকর্তা

পরিপত্রে আরও বলা হয়, নিয়োগ সুপারিশ কমিটি লিখিত ও মৌখিক পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রস্তুত এবং নিয়োগের সুপারিশ দেবে। প্রয়োজনে মৌখিক পরীক্ষার জন্য জেলা প্রশাসকের প্রতিনিধির নেতৃত্বে নবম গ্রেডের নিম্নে নয় এমন ৩ সদস্যবিশিষ্ট একাধিক বোর্ড গঠন করা যাবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর