শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে আজ (৫ অক্টোবর) সারাবিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতিবছর এদিনে দিবসটি উদযাপন করা হচ্ছে।
এ বছরের প্রতিপাদ্য— ‘শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি’।
দিবসটি উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালে গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ, মাধ্যমিক, মাদরাসা, কারিগরি ও প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বাছাইকৃত ১২ জন শিক্ষককে সংবর্ধনা দেওয়া হবে। এজন্য প্রাথমিকভাবে ৩৬ জন শিক্ষককে মনোনয়ন করা হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে।
উল্লেখ্য, ১৯৯৩ সালে ইউনেস্কোর ২৬তম সাধারণ সম্মেলনে ৫ অক্টোবরকে ‘বিশ্ব শিক্ষক দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটি উদযাপন শুরু হয় এবং ১৯৯৫ সাল থেকে বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিপাদ্যে এটি পালিত হচ্ছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: