[email protected] সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
২৮ আশ্বিন ১৪৩২

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৫, ১০:৩৪

ফাইল ছবি

আজ ১১ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। প্রতি বছর ১১ অক্টোবর বিশ্বজুড়ে কন্যাশিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই দিবস পালন করা হয়ে আসছে।

২০২৫ সালের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “The Girl, I am, the Change Lead: Girls on the Frontlines of Crisis”। দিবসটি উপলক্ষে বিভিন্ন দেশে আয়োজন করা হচ্ছে নানা কর্মসূচি, আলোচনা সভা ও সেমিনার। এসব আয়োজনে কন্যাশিশুদের অধিকার সুরক্ষা, লিঙ্গবৈষম্য দূরীকরণ, নেতৃত্ব বিকাশ ও তাদের প্রতি ইতিবাচক মনোভাব গঠনের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিকভাবে দিবসটি পালনের মূল লক্ষ্য হলো— কন্যাশিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করা, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সমান সুযোগ সৃষ্টি, এবং সমাজে তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্বের বিকাশে অনুপ্রেরণা যোগানো।

২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবের মাধ্যমে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস ঘোষিত হয়। পরের বছর, ২০১২ সালের ১১ অক্টোবর থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর