নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই।
আগামী ১৯ অক্টোবরের মধ্যে দলটি বিকল্প প্রতীক নির্বাচন করে কমিশনকে জানাতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বিকল্প প্রতীক না নিলে ইসি নিজ উদ্যোগে প্রতীক নির্ধারণ করে নিবন্ধন দেবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান ইসি সচিব।
তিনি আরও বলেন, “কমিশনের মত অনুযায়ী শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করার প্রয়োজন নেই। ১৯ তারিখের মধ্যে তারা বিকল্প প্রতীকের চাহিদা জানাবে। শাপলা ছাড়া নিবন্ধন না নিলে সেটা সম্পূর্ণ তাদের বিষয়।”
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: