বহুল কাঙ্ক্ষিত জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানের আগে রণক্ষেত্রে পরিণত হয়েছে জাতীয় সংসদ ভবন এলাকা। শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে কথিত জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পুলিশ অনুষ্ঠানস্থল থেকে কথিত জুলাই যোদ্ধাদের ধাওয়া দিয়ে বের করে দিলে তারা খামারবাড়ি মোড়ে অবস্থান নেয়। এ সময় তারা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং পরে পুলিশের ওপরও হামলা চালায়। এতে পুরো সংসদ ভবন এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
একপর্যায়ে একদল ব্যক্তি আবার মঞ্চের দিকে ঢোকার চেষ্টা করলে পুলিশ আবারও তাদের সরিয়ে দেয়, ফলে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বেলা সোয়া দুইটার দিকে সংসদ ভবনের সামনের সড়কে আগুন জ্বলতে দেখা যায় এবং কয়েকটি বিস্ফোরণের শব্দও শোনা যায়।
এর আগে সকাল ১১টার দিকে জুলাই যোদ্ধা দাবিদার কয়েক শ মানুষ অতিথিদের জন্য নির্ধারিত স্থানে বসে পড়েন। জাতীয় ঐকমত্য কমিশন ও ডিএমপির পক্ষ থেকে বারবার স্থান ত্যাগের অনুরোধ জানানো হলেও তারা তা মানেননি। দুপুর ১টা ২০ মিনিটের দিকে পুলিশ তাদের ধাওয়া দিয়ে বের করে দেয়।
এ সময় বিক্ষুব্ধরা সংসদ ভবনের ১২ নম্বর গেট ভেঙে ফেলে, বাইরে বের হয়ে ট্রাক ও বাস ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে।
এদিকে বিকেলে প্রধান উপদেষ্টার উপস্থিতিতে রাজনৈতিক দলগুলো জুলাই সনদে স্বাক্ষর করবে। তবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কয়েকটি বাম দল দাবি পূরণ না হওয়ায় অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছে। অন্যদিকে বিএনপি-জামায়াতসহ বড় দলগুলো অনুষ্ঠানে অংশ নিয়ে জুলাই সনদে স্বাক্ষর করবে বলে জানা গেছে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: