আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনে বিগত তিনটি সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের দায়িত্ব থেকে বিরত রাখা হবে। এছাড়া, নিজ জেলা বা নিকট আত্মীয়ের জেলা এবং যেখানে আত্মীয়-পরিজনের কেউ প্রার্থী হচ্ছেন—সেসব এলাকায়ও সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালন করতে পারবেন না।
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান।
তিনি বলেন, “আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে নির্বাচনের প্রস্তুতি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টাব্যাপী ওই সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।”
প্রেস সচিব জানান, নির্বাচনি দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের বদলি ও পদায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট এলাকার গুরুত্ব এবং কর্মকর্তাদের দক্ষতা বিবেচনায় স্বরাষ্ট্র ও জনপ্রশাসন মন্ত্রণালয় ইতোমধ্যে কাজ শুরু করেছে।
এছাড়া নির্বাচন কমিশনও নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে বলে জানান শফিকুল আলম।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: