[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৫, ১৯:১২

সংগৃহিত ছবি

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, রাজনৈতিক মতবিরোধ গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। তবে কোনো রাজনৈতিক উত্তাপ বা মতভেদই আসন্ন নির্বাচন ঠেকাতে পারবে না। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে “মাইন্ড ব্রিজ অ্যান্ড নলেজ কম্পিটিশন”-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে জুলাই কন্যা ফাউন্ডেশন।

‘রাজনীতি মানেই মতবিরোধ, তবে নির্বাচন হবে সময়মতো’

শফিকুল আলম বলেন, “রাজনৈতিক দল থাকলে মতবিরোধ থাকবেই। একেক পার্টি একেক কথা বলবে—এটাই নিয়ম, সারা বিশ্বেই এমন হয়। কিন্তু কোনো উত্তাপই নির্বাচন ঠেকাতে পারবে না। প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা পরিষদ এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। তবে যাই সিদ্ধান্ত হোক, নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবেই। অন্তর্বর্তী সরকার প্রতিজ্ঞাবদ্ধ, এটাকে ঠেকানোর কোনো শক্তিই নেই।”

‘সব দলের মঙ্গলেই কাজ করছেন প্রধান উপদেষ্টা’

তিনি আরও বলেন, “প্রধান উপদেষ্টা দেশের মানুষের মঙ্গলে, গণতন্ত্রের স্বার্থে এবং সকল দলের জন্য কল্যাণকর কাজই করছেন। ইতোমধ্যে সরকার জুলাই সনদ ঘোষণা ও স্বাক্ষর করেছে।”

‘ট্রায়াল ও অর্থনীতি পুনরুদ্ধারে অগ্রগতি হয়েছে’

প্রেস সচিব জানান, “বেশ কয়েকটি কমিশন তাদের রিপোর্ট জমা দিয়েছে। অর্থনীতি পুনরুদ্ধার হয়েছে, ট্রায়ালের কাজ এগোচ্ছে। আগামী ১৮ তারিখে শেখ হাসিনার ট্রায়ালের রায় ঘোষণার সম্ভাবনা আছে। এছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যুতেও সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।”

অনুষ্ঠানে জুলাই ফাউন্ডেশনের সভাপতি জান্নাতুন নাইম প্রমির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইসমাইল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর