[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২

নির্বাচনে অংশ নিতে পদত্যাগের ইচ্ছা অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৫, ১৫:১৪

ফাইল ছবি

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান পদত্যাগ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।

বুধবার (৫ নভেম্বর) তত্ত্বাবধায়ক সরকার ফেরানোর বিষয়ে আপিল শুনানি শেষে অ্যাটর্নি জেনারেল অফিসের কনফারেন্স কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি ভোট করব, আমি ওখানে নমিনেশন চেয়েছি। আমি ভোট করব, আমি এখনো অ্যাটর্নি জেনারেল হিসেবে আছি। আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে আমি ভোট করব। যখন সময় আসবে, তখন করব।”

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে দেওয়া রায়ের বিষয়ে তিনি বলেন, “কোনো একটি বিশেষ দলকে সুবিধা দিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় দেওয়া হয়েছিল। রাষ্ট্রপক্ষ হিসেবে আমরা মনে করি, এই রায় থাকা উচিত নয়। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ওই রায় দেওয়া হয়েছিল।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর