[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
২ অগ্রহায়ণ ১৪৩২

দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৪২

ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ এবং বিটিভি ওয়ার্ল্ড চ্যানেলে এই ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে।

বুধবার (১২ নভেম্বর) রাতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এদিকে, আজ বৃহস্পতিবার রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এর আগে চলতি সপ্তাহে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কিছু শিক্ষা প্রতিষ্ঠানেও ককটেল নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধারণা করছে, এই কর্মসূচি ঘিরেই এসব নাশকতা ঘটানো হচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, সাম্প্রতিক ঘটনাগুলোর সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, হেলমেট ও মাস্ক পরা ব্যক্তিরা ভোরবেলা বা ব্যস্ত সময়ে নির্দিষ্ট স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যাচ্ছে। এতে কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “ককটেল বিস্ফোরণের ঘটনায় অনেক সময় অপ্রাপ্তবয়স্কদেরও ব্যবহার করা হচ্ছে। কিছু ক্ষেত্রে মোটরসাইকেল থেকেও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে এসব ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই; পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর