[email protected] সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
৩ অগ্রহায়ণ ১৪৩২

মীর মুগ্ধের ভাইয়ের দাবি: শেখ হাসিনার জন্য ‘হাজার বার ফাঁসিও যথেষ্ট নয়’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১১:১৪

সংগৃহিত ছবি

সোমবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে সাংবাদিকদের সামনে মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের জন্য হাজারবার ফাঁসিও তার জন্য কম হবে।

স্নিগ্ধ, যিনি শহীদ মীর মুগ্ধের ভাই, তার মন্তব্যে দাবি করেন যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যায় ও অপরাধের বিচার কার্যত ৫ আগস্টে হয়ে গেছে, এবং এখন কোর্ট থেকে আনুষ্ঠানিক রায় প্রকাশের অপেক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, “হাসিনা যে অপরাধ করেছে তার জন্য যদি তাকে হাজার বারও ফাঁসি দেওয়া হয়, সেটাও তার জন্য কম হয়ে যাবে।”

আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘোষণা করবে রায় — জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যপারে।

রায় ঘোষণাকে সামনে রেখে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল ৯টার সময় রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে আদালতে হাজির করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর