[email protected] সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
১০ অগ্রহায়ণ ১৪৩২

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রথম পর্বে ২০ হাজারের বেশি প্রবাসী ভোটার নিবন্ধন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৫, ০৯:১০

সংগৃহিত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে প্রথম পর্বে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের ২০ হাজারেরও বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

রোববার (২৩ নভেম্বর) মধ্যরাতে নিবন্ধনের সময়সীমা শেষ হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশন আরও পাঁচ দিন বাড়িয়ে ২৮ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছে।

গত মঙ্গলবার অ্যাপটি উদ্বোধনের পর থেকে সোমবার পর্যন্ত ৩৪টি দেশে মোট ২০,২৯১ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেন। এর মধ্যে পুরুষ ১৮,৫০৬ জন এবং নারী ১,৭৮৫ জন। নিবন্ধিতদের মধ্যে দক্ষিণ কোরিয়ায় ৭,৯৮৬ জন, জাপানে ৫,০১৯ জন, দক্ষিণ আফ্রিকায় ৩,১৮০ জন, চীনে ১,৪০৭ জন এবং মিশরে ৬৮৬ জন রয়েছেন।

ইসি জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে চাইলে আগেই নিবন্ধিত হতে হবে। বিশ্বের বিভিন্ন অঞ্চলের জন্য পাঁচ দিন করে নিবন্ধনের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্বে (১৯-২৩ নভেম্বর) পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার ৫২টি দেশের প্রবাসীদের জন্য সময় বরাদ্দ ছিল।

‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই)’ প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান জানান, উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশের ভোটাররা ২৪ নভেম্বর রাত ১২টা থেকে নিবন্ধন করতে পারবেন। একইসঙ্গে প্রথম পর্বের দেশগুলোর নিবন্ধনও ২৮ নভেম্বর পর্যন্ত চলবে।

তথ্য অধিদপ্তরের এক বার্তায় আরও জানানো হয়, দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তির জন্য নিবন্ধন শুরু হবে ১৯ ডিসেম্বর এবং চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। এ সময় বাদপড়া প্রবাসীরাও নিবন্ধনের সুযোগ পাবেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর