অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের বিশাল তরুণ জনসংখ্যা দেশের সবচেয়ে বড় সম্পদ।
তিনি বলেন, দেশের ১৮ কোটি মানুষের মধ্যে প্রায় ৯ কোটি মানুষের বয়স ২৭ বছরের কম, যা বিশ্বে বাংলাদেশের অবস্থানকে তরুণ জনসংখ্যার দিক থেকে অনন্য করে তুলেছে। এই তারুণ্যের খনি তেল বা সোনার খনির চেয়েও বেশি মূল্যবান।
তিনি আরও বলেন, পৃথিবীর অনেক দেশে তরুণ জনসংখ্যা ক্রমেই কমে যাচ্ছে, অথচ বাংলাদেশে তা বাড়ছে। ফলে ভবিষ্যতে সারা দুনিয়াকেই বাংলাদেশের দিকে তাকাতে হবে। কারণ, বিশ্বে তারুণ্যের ঘাটতি দেখা দিচ্ছে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে দেশের তরুণদের দক্ষতা উন্নয়ন ও বৈশ্বিক কর্মসংস্থানে তাদের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, পরিকল্পিতভাবে এই তরুণ শক্তিকে কাজে লাগাতে পারলে বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: