[email protected] বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২

নির্বাচনি প্রচারে সব প্রার্থীকে সমান সুযোগ দিতে টিভি চ্যানেলগুলোকে ইসির নির্দেশ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৩:২২

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে সরকারি ও বেসরকারি সব টেলিভিশন চ্যানেলে সকল প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৭ ডিসেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের কাছে লিখিত নির্দেশনা পাঠান।

নির্দেশনায় বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে উপযুক্ত নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সরকারি ও বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো তথ্য প্রচারের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা নির্বাচনি সংলাপে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি ২৫ অনুযায়ী নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থী বা দলের প্রতিনিধি টেলিভিশন চ্যানেল আয়োজিত নির্বাচনি সংলাপে অংশ নিতে পারবেন। তবে কেউ ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য দিতে পারবেন না।

এ বিষয়ে সরকারি-বেসরকারি সব টেলিভিশন চ্যানেলকে নির্বাচনি সংলাপ বা অন্য যেকোনো অনুষ্ঠান প্রচারের সময় সকল প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার পাশাপাশি কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করে এমন বক্তব্য বা কটূক্তি যেন প্রচার না হয়সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর