[email protected] বৃহঃস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
৩ পৌষ ১৪৩২

ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা জানালো ইনকিলাব মঞ্চ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৮

ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদি বর্তমানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

বুধবার সকালে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ার পর্যায়ে রয়েছে। অপারেশন শুরুর আগে শরীরকে সম্পূর্ণভাবে স্থিতিশীল করা প্রয়োজন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

ইনকিলাব মঞ্চের বরাত দিয়ে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, প্রয়োজন অনুযায়ী তার চিকিৎসা সিঙ্গাপুর অথবা ইংল্যান্ডে হতে পারে। ব্রেন সক্রিয় করার জন্য অপারেশন প্রয়োজন বলে উল্লেখ করা হয়। বর্তমানে চিকিৎসার মূল লক্ষ্য হলো শরীর ও ব্রেনের মধ্যে সংযোগ পুনঃস্থাপন করা। ব্রেন ছাড়া শরীরের অন্যান্য অঙ্গ সক্রিয় রয়েছে বলেও জানানো হয়।

এর আগে গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডের বিজয়নগর এলাকায় রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তিনি মাথায় গুরুতর আহত হন।

ঘটনার পর তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, হামলার সঙ্গে জড়িত সন্দেহে দুই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান (প্রধান সন্দেহভাজন শ্যুটার) এবং আলমগীর হোসেন (মোটরসাইকেলচালক)। তবে এখনো তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর