ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে ৪ লাখ ৬৭ হাজার ৮৪০ জন নিবন্ধন করেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
ইসি সূত্র জানায়, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ৪ লাখ ৩৯ হাজার ৭৮ জন এবং নারী ২৮ হাজার ৭৬০ জন। সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি আরব প্রবাসীরা, যার সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৫৮২ জন।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে গত ১৯ নভেম্বর থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হয়, যা চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। নিবন্ধন সম্পন্নকারীদের ঠিকানায় ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট প্রদান করে ফিরতি খামের মাধ্যমে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।
আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে।
ঘোষিত তফসিল অনুযায়ী,
মনোনয়নপত্র জমার শেষ তারিখ: ২৯ ডিসেম্বর
মনোনয়ন যাচাই-বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি
আপিলের শেষ সময়: ১১ জানুয়ারি
আপিল নিষ্পত্তি: ১২–১৮ জানুয়ারি
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি
প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
নির্বাচনী প্রচার শুরু: ২২ জানুয়ারি
প্রচার শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট
নির্বাচন কমিশন আশা প্রকাশ করেছে, পোস্টাল ব্যালট ব্যবস্থার মাধ্যমে প্রবাসীদের অংশগ্রহণ এবারের নির্বাচনে আরও বৃদ্ধি পাবে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: