[email protected] শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
৪ পৌষ ১৪৩২

আজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:২০

ফাইল ছবি

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালিত হবে। দিবসটি উপলক্ষে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি, আইনজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বিকেল ৪টার দিকে এ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

আলোচনা সভায় আরও উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, ২০১৭ সালের ২৫ অক্টোবর সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভায় প্রতি বছর ১৮ ডিসেম্বরকে ‘বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তখন জানানো হয়, স্বাধীন বাংলাদেশের সংবিধান অনুযায়ী ১৯৭২ সালের ১৮ ডিসেম্বর প্রথমবারের মতো উচ্চ আদালতের কার্যক্রম শুরু হয়েছিল। সেই ঐতিহাসিক দিনটিকে স্মরণ করেই প্রতিবছর ১৮ ডিসেম্বর বাংলাদেশ সুপ্রিম কোর্ট দিবস পালন করা হচ্ছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর