[email protected] মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
৮ পৌষ ১৪৩২

‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ছাড়াল ৫ লাখ ৭৫ হাজার

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ১২:৪৮

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত ৫ লাখ ৭৫ হাজারের বেশি প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে এ তথ্য জানা যায়।

ইসির তথ্য অনুযায়ী, মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৫ লাখ ৭৫ হাজার ২৬৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৩৮ হাজার ৮০৮ জন এবং নারী ভোটার ৩৬ হাজার ৪৫৯ জন।

দেশভিত্তিক নিবন্ধনের পরিসংখ্যানে দেখা যায়, সবচেয়ে বেশি প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন সৌদি আরব থেকে১ লাখ ৩৮ হাজার ৭০৫ জন। এ ছাড়া কাতার থেকে ৫২ হাজার ১০৯ জন, ওমান থেকে ৩৮ হাজার ৯৯ জন, মালয়েশিয়া থেকে ৩৬ হাজার ৪২৭ জন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে ২৬ হাজার ৫০০ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। যুক্তরাষ্ট্র থেকে নিবন্ধন করেছেন ২৪ হাজার ৫৫ জন ভোটার।

নির্বাচন কমিশন জানিয়েছে, প্রবাসী ভোটারদের সুবিধার্থে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনের সময় আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দিয়েছে নির্বাচন কমিশন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর