[email protected] মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
১৬ পৌষ ১৪৩২

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন ছাড়াল ১০ লাখ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৪:০৭

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ১০ লাখ ৩৩ হাজার ১২৭ জন ভোটার। এর মধ্যে বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন ৪ লাখ ১১ হাজার ৬৭৮ জন, আর বাকি ভোটাররা নিবন্ধন করেছেন বিভিন্ন দেশ থেকে।

নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৮ হাজার ৬০১ জন এবং নারী ভোটার ১ লাখ ২৪ হাজার ৫২৪ জন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে এসব তথ্য জানা গেছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্দিষ্ট সময়ে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের ঠিকানায় ডাকযোগে ব্যালট পেপার পাঠানো হবে। ভোটাররা ব্যালটে ভোট দিয়ে তা ফেরত খামের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

উল্লেখ্য, এবারই প্রথমবারের মতো আইটি-সমর্থিত পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের উদ্যোগ নিয়েছে ইসি। এ ব্যবস্থায় প্রবাসী ভোটার, আইনি হেফাজতে থাকা ব্যক্তি এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ভোটাররা অংশ নিতে পারবেন। এ জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক।

গত ১৯ নভেম্বর থেকে এ নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত।

ইসি সূত্রে জানা গেছে, দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, সৌদি আরব, অস্ট্রেলিয়া, চীন, জার্মানি, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের বহু দেশে বসবাসরত বাংলাদেশিরা এই অ্যাপে নিবন্ধন করেছেন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর