আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধনকারীর সংখ্যা ১২ লাখ ৬১ হাজার ২৫২ জনে পৌঁছেছে। এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি আরবে অবস্থানরত প্রবাসীরা।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টা ২০ মিনিটে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত হালনাগাদ তথ্য থেকে এ তথ্য জানা গেছে।
ইসির তথ্য অনুযায়ী, নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ১০ লাখ ৮৫ হাজার ৯২৬ জন এবং নারী ১ লাখ ৭৫ হাজার ৩৯৫ জন।
গত ১৯ নভেম্বর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হয়, যা চলবে আগামী ৫ জানুয়ারি পর্যন্ত। এ পর্যন্ত বাংলাদেশ থেকে নিবন্ধন করেছেন ৫ লাখ ৫৫ হাজার ৮২০ জন ভোটার।
বিদেশে অবস্থানরতদের মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি প্রবাসীরা। দেশটি থেকে নিবন্ধনের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৮৩৪ জন।
এছাড়া দক্ষিণ কোরিয়া, জাপান, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, লিবিয়া, মরক্কো, নাইজেরিয়া, কেনিয়া, তানজানিয়া, ঘানা, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি, পেরু, তাইওয়ানসহ এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশিরা পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন করছেন।
নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্নকারীরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাবেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: