[email protected] সোমবার, ৫ জানুয়ারি ২০২৬
২২ পৌষ ১৪৩২

পোস্টাল ভোটের ছবি বা ভিডিও শেয়ার করলে এনআইডি ব্লক করা হবে: ইসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২৬, ২২:৪২

প্রতীকী ছবি

পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পর সেই ভোটের ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে সংশ্লিষ্ট ভোটারের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির পক্ষ থেকে পাঠানো এক বার্তায় বলা হয়েছে, পোস্টাল ভোটের গোপনীয়তা রক্ষা করা ভোটারের অধিকার ও দায়িত্ব। ভোট প্রদানের তথ্য কিংবা ব্যালটের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

বার্তায় আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এনআইডি ব্লক করার পাশাপাশি প্রয়োজনীয় অন্যান্য আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টাল ভোট সংক্রান্ত কোনো ধরনের পোস্ট দেওয়া বা শেয়ার করা থেকে বিরত থাকার জন্য ভোটারদের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর