[email protected] সোমবার, ১২ জানুয়ারি ২০২৬
২৯ পৌষ ১৪৩২

নির্বাচন ও গণভোট সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা সেলের কার্যক্রম প্রতিবেদন চেয়েছে ইসি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৬, ২১:৩৩

ফাইল ছবি

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন এবং নির্বাচন-পূর্ব অনিয়ম রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের গৃহীত কার্যক্রমের প্রতিবেদন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ইসির পূর্ববর্তী পরিপত্র (পরিপত্র-৯) অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সেলটির কার্যপরিধি অনুযায়ী গৃহীত কার্যক্রমের বিস্তারিত প্রতিবেদন নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণের জন্য বলা হয়েছে।

ইসির নির্দেশনার আলোকে গঠিত আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের কার্যক্রম আরও গতিশীল করার জন্য সেল সদস্যদের তালিকা মোবাইল নম্বরসহ জরুরিভাবে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে সকল রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করা হয়েছে।

ইসির পরিপত্র-৯ অনুযায়ী, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে রিটার্নিং অফিসারের নেতৃত্বে একটি শক্তিশালী আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল গঠন করা হবে। এতে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, জেলা নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার অথবা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের প্রতিনিধি, সেনা, নৌ ও বিমান বাহিনীসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মনোনীত কর্মকর্তারা সদস্য হিসেবে থাকবেন।

এই সেল নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সার্বিক অবস্থা নিয়মিতভাবে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করবে। একই সঙ্গে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের বাইরে গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। পাশাপাশি সকল অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম বাড়ানো এবং চিহ্নিত সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে চাঁদাবাজ, মাস্তান ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর