[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৩ শ্রাবণ ১৪৩২

দূর্গাপুজার ছুটি বেড়েছে একদিন

সুমাইয়া আক্তার আলো

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৪, ১৫:৩৩

সংগৃহিত ছবি

আসন্ন শারদীয় দূর্গাপুজার ছুটি বৃহস্পতিবার (১০ আগষ্ট) একদিন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আজ (মঙ্গলবার) ঢাকেশ্বরী মন্দির পরির্দশনে এসে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম এই কথা বলেন। তিনি আরও বলেন, মঙ্গলবারই এই বিষয়ের প্রজ্ঞাপন জারি করা হবে।

এছাড়াও তিনি বলেন, '' হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে নিরাপত্তাহীনতা নিয়ে যেসব অভিযোগ করা হয়েছে যেগুলোর বিষয়ে ব্যবস্থা নেয়া হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অতিদ্রুত সময়ের মধ্যে আর্থিক সহায়তা দেয়া হবে। এছাড়াও বৌদ্ধ সম্প্রদায়ের যেন কঠিন চীবর দান অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।''

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর