[email protected] শুক্রবার, ৮ আগস্ট ২০২৫
২৩ শ্রাবণ ১৪৩২

ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৪, ১৪:৫৩

ফাইল ছবি

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আবারও সড়কে অবস্থান ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১ টার পর রেল যোগাযোগ বন্ধ হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। অবরোধ তুলে নেওয়া না পর্যন্ত রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে না।

এর আগে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা মহাখালী রেললাইনের ওপর অবস্থান নেন। এতে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর