[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

পারভেজ হত্যার প্রতিবাদে রাজশাহী কলেজে ছাত্রদলের মানববন্ধন

মো: ইয়াজ উদ্দীন আহম্মেদ

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ১৯:৫১

ছবিঃ আলোকিত গৌড়

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা ও প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার প্রতিবাদ এবং হত্যাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে রাজশাহী কলেজ ছাত্রদলের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় রাজশাহী কলেজ গেটের সামনে মানববন্ধন করে রাজশাহী কলেজ ছাত্রদল। সংগঠনের ও আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ (আবির) এর সভাপতিত্বে পারভেজ হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ন আহবায়ক রাশিফুজ্জামান প্রীতম, মিজানুর রহমান, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, জাহিদ হাসান, রুহুল আমিন, উজ্জল মিয়া, রাহাত, মিজানুর, জুবায়ের সহ আরও অনেকে।

রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ (আবির) বলেন,"পারভেজ হত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে করতে হবে। আমরা লক্ষ্য করেছি এই হত্যার সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা জড়িত রয়েছে। যদি হত্যাকারীদের ২৪ ঘন্টার মধ্যে আটক করা না হয় তাহলে আমরা আরও বড় আন্দোলনে যাব। "

জাহিদুল ইসলাম পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। এ ঘটনায় বনানী থানায় আটজনকে আসামি করে শনিবার রাতে একটি মামলা করেছেন নিহত শিক্ষার্থীর ভাই হুমায়ুন কবির।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর