সংরক্ষিত আসন ব্যবস্থা নারীদের জন্য অমর্যাদাকর মন্তব্য করে জাতীয় সংসদে নারীদের জন্য ১০০টি আসনে সরাসরি নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা।
সোমবার (২১ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি মিলনায়তনে ‘রাজনীতি ও নাগরিক হিসেবে নারী’ শীর্ষক আলোচনাসভায় এ দাবি তোলা হয়।
আলোচনায় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ইতিহাসে নারীদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ হলেও তাদের প্রকৃত মূল্যায়ন কখনোই হয়নি। তারা উল্লেখ করেন, জুলাই অভ্যুত্থানের সময় বিপুলসংখ্যক নারী রাজপথে নেমে আসেন এবং আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেন। সেই অভ্যুত্থানের মূল্যবোধকে ধারণ করে নারীদের প্রকৃত ক্ষমতায়নে এনসিপি ভবিষ্যতেও লড়াই চালিয়ে যাবে।
সভায় সভাপতিত্ব করেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বক্তব্য দেন যুগ্ম আহ্বায়ক ডা. তাজনূভা জাবীন, যুগ্ম সদস্যসচিব সাগুফতা বুশরা মিশমা, সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার।
বক্তারা বলেন, প্রচলিত রাজনৈতিক দলগুলো নারীদের অংশগ্রহণের পর্যাপ্ত সুযোগ দেয়নি। অথচ দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। এনসিপি সেই বৃহৎ জনগোষ্ঠীর মেধা ও যোগ্যতাকে জাতির বৃহত্তর স্বার্থে কাজে লাগাতে চায় এবং তাদের জন্য সত্যিকারের রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করতে চায়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: