[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

দ্রুত নির্বাচনের দাবি জানাল ইসলামী ঐক্যজোট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৫, ২২:৪২

ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে দ্রুততম সময়ে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছে ইসলামী ঐক্যজোট।

সোমবার (২১ এপ্রিল) দুপুরে পাঁচ সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে এই দাবি তুলে ধরে। বৈঠক শেষে ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে সাংবাদিকদের ব্রিফ করা হয়।

বৈঠকে দলের পক্ষ থেকে জানানো হয়, প্রকৃত সংস্কার নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব। তাই অবিলম্বে নির্বাচন আয়োজন করা দরকার বলে মনে করছে তারা।

দলের মহাসচিব সাখাওয়াত হোসাইন রাজী বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় যেসব সংস্কার দরকার, তাতে সরকারকে সহযোগিতা করতে চায় ইসলামী ঐক্যজোট।

তিনি আরও জানান, গত ৫ সেপ্টেম্বর দলের নতুন কমিটি গঠন করা হয় এবং তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হয়েছে। তবে অনুমোদনে বিলম্ব হওয়ায় সিইসির সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি ত্বরান্বিত করার অনুরোধ জানানো হয়েছে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর