[email protected] শুক্রবার, ৯ মে ২০২৫
২৫ বৈশাখ ১৪৩২

যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ হতে হবে: ভার্চুয়াল কর্মশালায় তারেক রহমানে

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৫, ২২:১৪

সংগৃহিত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "যেকোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। আমরা জনগণের সমর্থন পেলে সরকার গঠন করে এই দফাগুলো বাস্তবায়ন করব, কারণ আমরা দেশের ২০ কোটি মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ।"

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় কুড়িগ্রাম, লালমনিরহাট ও গাইবান্ধা জেলায় অনুষ্ঠিত "রাষ্ট্র কাঠামো মেরামত ও জনসম্পৃক্তি" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

তারেক রহমান আরও বলেন, "সফলতা অর্জন করতে আরও অনেক সংগ্রাম করতে হবে। অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে হবে। যারা জনগণের ইচ্ছার বিরুদ্ধে কাজ করবে, তাদের প্রতিহত করতে হবে।"

মোস্তাফিজুর রহমান মোস্তফার সভাপতিত্বে আয়োজিত এই কর্মশালায় বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন শামসুজ্জামান দুদু, ড. মাহাদী আমিন, আব্দুল খালেক, এ বি এম মোশাররফ হোসেন, আকরামুল হাসান মিন্টু, মাহমুদা হাবিবা, শফিকুল ইসলাম বেবু ও সোহেল হোনাইন কায়কোবাদ প্রমুখ।

জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও এর সহযোগী সংগঠনের প্রায় ৬০০ নেতা-কর্মী এই প্রশিক্ষণে অংশ নেন।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর