রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার (২ মে) এক মহাসমাবেশে আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির নায়েবে আমির মাওলানা মাহফুজুল হক এই দাবি জানিয়ে বলেন, “আওয়ামী লীগ দেশজুড়ে সন্ত্রাস চালিয়েছে, তারা একটি সন্ত্রাসী সংগঠন। তাদের বিচার করতে হবে এবং বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে।”
মহাসমাবেশে আরও দাবি করা হয়, বর্তমান নারী কমিশন বাতিল করে নতুনভাবে একটি কমিশন গঠন করতে হবে, যেখানে আলেম ও ওলামারা প্রতিনিধিত্ব করবেন। সংবিধানে আল্লাহর প্রতি পুনরায় বিশ্বাস স্থাপন এবং বহুত্ববাদ পরিত্যাগ করার দাবি জানান হেফাজতের নেতারা। ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় যারা নিহত হয়েছেন বলে হেফাজতের দাবি, তাদের ‘হত্যার বিচার’ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে চিন্ময় দাসের জামিন বাতিল, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা, ইসলামী শিক্ষা প্রাথমিক পর্যায় থেকে বাধ্যতামূলক করাসহ একাধিক দাবি তোলা হয়।
এ মহাসমাবেশের মাধ্যমে হেফাজতে ইসলাম চারটি মূল ইস্যুকে সামনে নিয়ে বক্তব্য উপস্থাপন করে—নারী অধিকার কমিশনের প্রস্তাব বাতিল, শাপলা ট্র্যাজেডির বিচার, আওয়ামী লীগ সরকারের আমলে সংগঠিত গণহত্যার বিচার, এবং ইসলাম ও আলেম-ওলামাদের সম্মান রক্ষা।
সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ঢাকায় এসে জমায়েত হন সোহরাওয়ার্দী উদ্যানে। সকাল ৯টা থেকে শুরু হওয়া সমাবেশে হেফাজতের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও অন্যান্য ধর্মভিত্তিক দলের নেতা-কর্মীরা অংশ নেন এবং বক্তব্য রাখেন। দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে মহাসমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: