[email protected] বুধবার, ২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

উপদেষ্টা পরিষদের যে ‘ফিটনেস’ তা দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব না: নুর

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১ জুলাই ২০২৫, ১৮:৫৪

সংগৃহিত ছবি

বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের ‘ফিটনেস’ দিয়ে জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি বলেন, এই উপদেষ্টা পরিষদে যেমন দক্ষতার অভাব রয়েছে, তেমনি ঐকমত্যের পরিবর্তে অনৈক্যের সুরই বেশি শোনা যাচ্ছে।

মঙ্গলবার (১ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘কোটা সংস্কার আন্দোলন থেকে রাষ্ট্র সংস্কার আন্দোলন (২০১৮-২০২৪)’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ‘জুলাই বিভাজনের নয়, বরং ঐক্যের প্রতীক। কিন্তু অনেক রাজনৈতিক দল, যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, তারা কিছুই মানতে চায় না। বিভেদমূলক বক্তব্য থেকে সবার দূরে থাকা উচিত।’

তিনি অভিযোগ করে বলেন, কোটা সংস্কার আন্দোলনের শহীদ আবু সাঈদের পরিবার এখনো রাষ্ট্রীয় কোনো সহায়তা পায়নি, যা অত্যন্ত দুঃখজনক। এজন্য তিনি সরকারকে দায়ী করেন।

আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে উপদেষ্টা পরিষদের প্রধানের সাম্প্রতিক মন্তব্য নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, ‘এই বক্তব্য অত্যন্ত দুঃখজনক। সবাই আপস করলেও আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপস করবো না। জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের দোসরদের সঙ্গেও কোনো আপস নয়।’

তিনি আরও বলেন, ‘আমরা শুরু থেকেই জাতীয় সরকার গঠনের দাবি জানিয়ে আসছিলাম। সেটি না করায় আজ এই অনির্দিষ্ট পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন, মুখপাত্র ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, সরকার নুরে এরশাদ সিদ্দিকী প্রমুখ।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর