[email protected] শনিবার, ৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

ভারতকে ধমক দিয়ে কথা বলবে বিএনপি : আব্দুস সালাম

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জুলাই ২০২৫, ১৩:৫৫

ছবি: সংগৃহিত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী বিভাগীয় বিএনপির সমন্বয়ক আব্দুস সালাম বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সীমান্তের ওপারে বসে আছেন। নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। এতদিন ভারতকে কেউ ধমক দিয়ে কথা বলতে পারেনি। ধমক দিয়ে কথা বলার একমাত্র দল হলো বিএনপি। বিএনপি চোরের দল নয়, লুটেরার দল নয়-বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ১৮ কোটি মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আগামী দিনে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে হবে। যারা বর্তমানে বিএনপির ক্ষতি করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে, তাদের প্রতিহত করতে হবে।

তিনি আরো বলেন, বিগত দিনে অনেক দলকে সাহায্য ও সহযোগিতা করেছিল বিএনপি, অথচ তারাই এখন বিএনপির সমালোচনায় ব্যস্ত। আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে কৃষিবিদ হাসান জাফর তুহিনকে বিপুল ভোটে জয়ী করে জাতীয় সংসদে পাঠাতে হবে। তুহিন অবহেলিত এই জনপদে সোনার ফসল ফলাবে।

শুক্রবার (৪ জুলাই) বাদ আসর পাবনার ভাঙ্গুড়া হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে পাবনা-৩(চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর)আসনের বিএনপি ও তার অঙ্গসহযোগি সংগঠন আয়োজিত দলীয় প্রার্থীর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহবায়ক নূর মুজাহিদ স্বপনের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপি'র সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক,পৌরবিএনপি'র সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক ছাইদুল ইসলাম বুরুজ পরিচালিত জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম বাবুল, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য আরিফা সুলতানা রুমা, পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব, সদস্য অ্যাড. মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, যুগ্ম আহবায়ক আব্দুর সামাদ খান মন্টু, নূর মোহাম্মদ মাসুম বগা, শেখ তুহিন, হাসানদুল ইসলাম হীরা,অধ্যক্ষ আব্দুর রহিম কালু, আব্দুল হাকিম খান,আব্দুল মতিন রাজু,মোতালেব হোসেনসহ কেন্দ্রীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

মতবিনিময় সভার পূর্বে দুপুর থেকেই পাবনার, সিরাজগঞ্জ ও নাটোর জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী বাস, ট্রাক, মাইক্রোবাস ও মোটরসাইকেল, নদী পদে নৌকায় করে বৃষ্টিকে উপেক্ষা করে স্লোগান, ব্যানার, প্ল্যাকার্ড ও বাদ্যযন্ত্রসহ মিছিল করে জনসভাস্থলে উপস্থিত হলে মতবিনিময় সভাটি জনসমুদ্রে বিশাল জনসভায় পরিণত হয়।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর