বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশ রাইট ট্র্যাকে ফিরে আসবে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে।
সোমবার (৭ জুলাই) সকালে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “ছাত্র-জনতার আন্দোলন, বিশেষ করে জুলাইয়ের রক্তাক্ত ছাত্র গণঅভ্যুত্থান আমাদের সামনে নতুন পথ দেখিয়েছে। সেই পথ বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
মির্জা ফখরুল আরও বলেন, “গত ১৫ বছর ধরে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি। এই সময়ে আমাদের প্রায় ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং ১,৭০০-এর বেশি মানুষ গুম হয়েছেন। এরপর ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়েই এই ফ্যাসিবাদের পতন ঘটে।”
তিনি আশা প্রকাশ করে বলেন, “দেশের জনগণ গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পাওয়ার জন্য যে আন্দোলন করেছে, তাতে আমরা আশাবাদী—নির্বাচনের মাধ্যমেই দেশ সঠিক পথে ফিরে আসবে।”
জুলাই-আগস্টসহ বিগত ১৫ বছরে যারা হতাহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব।
মাজার জিয়ারত শেষে সকাল সাড়ে ১১টায় সিলেট নগরীর পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন মির্জা ফখরুল।
পরে দুপুর ২টায় দরগাহ গেটের হোটেল স্টার প্যাসিফিকে অনুষ্ঠিত "জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও সম্মাননা অনুষ্ঠানে" প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।
উল্লেখ্য, সোমবার সকালে একদিনের সংক্ষিপ্ত সফরে সিলেটে পৌঁছান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: