বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য পাগল হয়নি, বরং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য পাগল হয়ে আছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস)।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, “যারা বলেন বিএনপি ক্ষমতা চায়, তাদের বলি—আমাদের নেতা তারেক রহমান বলেন, ‘ভোট আমাদের না দিলেও চলবে, তবে আমরা ভোটাধিকার রক্ষার লড়াই চালিয়ে যাব।’ জনগণের ওপর আস্থা রাখলেই দেখা যাবে, তারা কতটুকু সম্মান দিয়ে আমাদের মূল্যায়ন করে।”
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দল বিএনপির পেছনে লেগেছে। তারা যেন বিএনপিই আগামীতে ক্ষমতায় যাচ্ছে এমন মনে করে বিরোধিতা করছে। অথচ বিএনপি এখনও ক্ষমতায় যায়নি। তিনি বলেন, “আমরা চাই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। ড. ইউনূস যদি একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারেন, তাহলে কেউ বাধা দিয়ে রাখতে পারবে না। জনগণই রুখে দেবে।”
বিএনপির এই নেতা আরও বলেন, “আপনারা যদি বিএনপির ক্ষমতায় যাওয়া না চান, তাহলে কালকেই শহীদ মিনারে এসে শপথ নিন।” পাশাপাশি তিনি অন্যান্য রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বলেন, “একটা ঐক্যজোট করেন। বিএনপি এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। লড়াই হোক, দেখা যাক কে কত ভোট পায়, কার জামানত থাকে।”
বৈষম্যবিরোধী আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “যারা এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, তারা যেন নিজেরাই বৈষম্য সৃষ্টি না করেন। আপনাদের কিছু কর্মকাণ্ড ইতোমধ্যে সমাজে নতুন বৈষম্যের জন্ম দিচ্ছে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাসের আহ্বায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য চিত্রনায়ক হেলাল খান। সঞ্চালনায় ছিলেন জাসাসের সদস্য সচিব জাকির হোসেন খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক চিত্রনায়ক আশরাফ উদ্দীন খান উজ্জ্বল। এছাড়া জাসাসের কেন্দ্রীয়, মহানগরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণ করা হয় এবং জাসাস প্রকাশিত একটি গানের সিডির মোড়ক উন্মোচন করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: