বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত থাকা ড. ফয়জুল হক দলটির চলমান রাজনৈতিক অবস্থান এবং সাম্প্রতিক সহিংসতা ও চাঁদাবাজির ঘটনার প্রতিবাদ জানিয়ে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।
শনিবার (১২ জুলাই) এক আবেগঘন ফেসবুক পোস্টের বিবৃতিতে তিনি দল ছাড়ার ঘোষণা দেন।
ড. ফয়জুল হক বলেন, আমি পাথর দিয়ে মানুষ হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজিকে ন্যূনতম সমর্থন দিতেও রাজি নই। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার স্পষ্ট সাহস রাখতে চাই।
২০১৫ সালে বিএনপির মালয়েশিয়া শাখার সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা ড. ফয়জুল ২০১৮ সালে ঝালকাঠী-১ ও ঝালকাঠী-২ আসনে দলের মনোনয়ন প্রত্যাশা করেছিলেন।
তাঁর অভিযোগ, ৫ আগস্টের ঘটনার পর থেকে বিএনপির নেতৃত্ব বামঘেঁষা মতাদর্শের দিকে ধাবিত হয়েছে। ইসলামপন্থী চিন্তাবিদ ও দলগুলোর প্রতি বিরূপ মনোভাব তৈরি হয়েছে, যা আমার বিশ্বাসের সম্পূর্ণ পরিপন্থী।
তিনি বলেন, গত ১৬ বছর ধরে আমি ন্যায় ও মানবতার পক্ষে কথা বলেছি, দলীয় স্বার্থ নয়, দেশ, ধর্মীয় মূল্যবোধ এবং সাধারণ মানুষের অধিকারই আমার রাজনীতির মূলমন্ত্র।
পদত্যাগের পাশাপাশি ড. ফয়জুল হক ঘোষণা দিয়েছেন যে তিনি ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে একটি স্বাধীন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।
বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা রয়েছে।
শেষে তিনি দলমত নির্বিশেষে সাধারণ মানুষের সমর্থন কামনা করেন এবং বলেন, আজ থেকে আমি আর কোনো দলীয় পরিচয়ের ছায়ায় নয়, বরং একজন স্বাধীনচেতা দেশপ্রেমিক মানুষ হিসেবে ভালোকে ভালো ও মন্দকে মন্দ বলার সাহস নিয়ে পথ চলতে চাই।
আলোকিত গৌড়/এম.আর
মন্তব্য করুন: