রাজধানীর মিটফোর্ডে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডের ঘটনায় মূল হত্যাকারীকে এখনো গ্রেফতার না করায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ছাত্রদলের শহীদ পরিবারের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, “গতকালের ঘটনায় আমরা ভিডিওতে স্পষ্টভাবে দেখতে পেয়েছি, কে হত্যাকাণ্ডে জড়িত। কিন্তু এখনো তাকে গ্রেফতার করা হয়নি। কেন? আমরা কি তাহলে ধরে নেব, এই হত্যাকাণ্ডে সরকারের বা প্রশাসনের কোনো অংশের প্রশ্রয় রয়েছে?”
তিনি বলেন, “আমাদের দেখতে হবে, প্রকৃতপক্ষে কারা বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছে। সত্যিকারভাবে নির্ধারণ করতে হবে, কারা স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে অবস্থান নিয়েছে এবং কারা নেয়নি। এই প্রশ্নের উত্তর এখন খুবই জরুরি।”
ছাত্রদলের আয়োজনে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে সংগঠনের ১৪২ জন শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে আয়োজিত এই মতবিনিময় সভায় তারেক রহমান বলেন, “গত ৫০ বছর ধরে কারা জনগণের স্বাধীনতার পক্ষে ছিল এবং কারা ছিল না—এই ইতিহাস বুঝে নেওয়ার সময় এখন।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
সভায় সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
বক্তারা মিটফোর্ড হত্যাকাণ্ডসহ সারাদেশে চলমান চাঁদাবাজি, সন্ত্রাস ও প্রশাসনের নির্লিপ্ত ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: