শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন সংগঠনের’ কথিত অস্থিতিশীল কর্মকাণ্ড ও সহিংস উসকানির অভিযোগ তুলে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দাবি, এসব সংগঠন শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে বিঘ্নিত করছে এবং সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে ঠেলে দিচ্ছে।
রোববার (১৩ জুলাই) ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল সোমবার (১৪ জুলাই) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শাহবাগ পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দেশের সব জেলা ও মহানগরে ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
বিজ্ঞপ্তিতে ছাত্রদল অভিযোগ করেছে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে কিছু ‘গোপন ও সংগঠিত গোষ্ঠী’ শিক্ষার পরিবেশকে নষ্ট করতে অপচেষ্টা চালাচ্ছে। তারা একে শিক্ষাব্যবস্থা ও গণতান্ত্রিক পরিবেশের ওপর হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছে।
ছাত্রদল আরও জানিয়েছে, এসব তৎপরতা শুধু শিক্ষা নয়, বরং দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলার জন্য হুমকি হয়ে উঠেছে। এসবের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে সক্রিয় থেকে প্রতিবাদ জানাবে বলে তারা জানিয়েছে।
সংগঠনটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে, যাতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ বজায় থাকে।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: